আয়ারল্যান্ড থেকে সুন্দরবনের ঝড়খালিতে ম্যানগ্রোভ বাঁচানোর বার্তা দিতে হাজির সিনেট ফক্স। দেখা করেন বাসন্তী ব্লকের ‘সবুজ বাহিনী’র মেয়েদের সঙ্গে। তাঁদের সঙ্গে নদীবাঁধে ম্যানগ্রোভের চারাও রোপণ করেন সিনেট। শুনলেন সুন্দরবনের বাঘের আক্রমণে নিহতদের স্ত্রীদের কথাও। ভবিষ্যতে সুন্দরবনের মানুষদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন সিনেট। সবুজ বাহিনীর থেকে উপহার পেলেন ‘সেভ সুন্দরবন, সেভ ম্যানগ্রোভ’ লেখা টি-শার্টও।