প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সুবর্ণা
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পর এবার জোড়াসাঁকোয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন উপলক্ষে কলকাতায় এলেন শাহ। জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্প নিবেদন করে শ্রদ্ধার্ঘ্য জানালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। যে ঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল, সেই ঘরও ঘুরে দেখলেন তিনি। এমনকি তাঁকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ কক্ষেও নিয়ে গিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মাল্য নারায়ণ চক্রবর্তী। রবীন্দ্রস্মৃতি সংরক্ষণ নিয়ে যে তিনি খুশি, উপাচার্য নির্মাল্য নারায়ণ চক্রবর্তীকে সে কথা জানিয়েছেন অমিত শাহ। জানতে চেয়েছেন রবীন্দ্রনাথের জন্মতিথি। যাওয়ার আগে ‘ভিজিটর্স বুক’-এ গুজরাতি ভাষায় লিখে দিয়ে গিয়েছেন নিজের অভিজ্ঞতাও।