DA

ডিএ-র দাবিতে কর্মবিরতি, সরকারকে বিক্ষুব্ধ সরকারি কর্মীদের সঙ্গে বসার নির্দেশ হাই কোর্টের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘চোর-ডাকাত’ মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে সরকারি দফতরে কর্মবিরতির ডাক দিয়েছিল সংগ্রামী যৌথমঞ্চ।

প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: অলোক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ১৯:৫৫
Share:
Advertisement

মহার্ঘ ভাতার দাবিতে ৭০ দিন ধরে লাগাতার অবস্থান বিক্ষোভ করে চলেছে সরকারি কর্মীদের সংগঠনের জোট সংগ্রামী যৌথমঞ্চ। এর পাশাপাশি বৃহস্পতিবার ১২ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল মঞ্চ। আন্দোলনকারীদের দাবি, প্রতিটি জেলার সরকারি দফতরে এ দিন কর্মবিরতি পালন করা হয়েছে। অন্য দিকে কর্মবিরতির সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। তার শুনানিতে এ দিন মহামান্য আদালত আগামী ১৭ এপ্রিলের মধ্যে রাজ্য সরকারকে বিক্ষুব্ধ সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেয়। এই রায়ের প্রেক্ষিতে কী বলছেন আন্দোলনরত সরকারি কর্মীরা? শহিদ মিনারের সামনে অবস্থান মঞ্চ থেকে আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement