CV Ananda Bose

যাদবপুরের পর কলকাতা বিশ্ববিদ্যালয়, ফের ছাত্র বিক্ষোভের মুখে রাজ্যপাল

সোমবার সকালে হঠাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান রাজ্যপাল তথা আচার্য।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ১৯:৩৫
Share:
Advertisement

সোমবার সকালে আচমকাই রাজ্যপালের গাড়ি প্রবেশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে। দশ মিনিটের ভেতর বিশ্ববিদ্যালয়ে আসেন ভারপ্রাপ্ত উপাচার্য আশিস চট্টোপাধ্যায়। তখনই রাজ্যপাল তথা আচার্য জানান তিনি আবারও দুপুরে বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষক, শিক্ষাকর্মী, পড়ুয়াদের সঙ্গে কথা বলতে চান। সেই মতোই দুপুর গড়ানোর আগেই প্রস্তুতি শুরু করে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে বিক্ষোভ দেখায় ছাত্র সংগঠন ডিএসও। এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভের মুখে পড়েছিলেন আচার্য সিভি আনন্দ বোস। এদিনের বিক্ষোভেও নির্বাচনের দাবি ওঠে। তবে রাজ্যপাল কোনও কথা না বলেই বিশ্ববিদ্যালয়ে ঢুকে যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement