সোমবার ভোরে তুরস্কের দক্ষিণাংশে ও উত্তর সিরিয়ায় প্রথম কম্পন অনুভূত হয়। কম্পনের কেন্দ্রস্থল গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। একই দিনে দ্বিতীয় কম্পন অনুভূত হয় মধ্য তুরস্কে। ভূমিকম্পে আহত পাঁচ হাজারেরও বেশি। তুরস্কে ভেঙে পড়েছে ৯০০টিরও বেশি বাড়ি। ভারত, ইংল্যাণ্ড, ফ্রান্স, রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রধানরা এই ঘটনায় সাহায্যের কথা ঘোষণা করেছেন। আহতদের জন্য সারা বিশ্বের কাছে রক্তের আবেদন করেছেন ‘টার্কিস রেড ক্রেসেন্ট’-এর প্রধান। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা।