CPM

‘চড়াম চড়াম ঢাক বাজাত যারা, তারা শেষে তিহাড়ে’, বীরভূমে অনুব্রতকে কটাক্ষ সুজনের

রবিবার বীরভূমের পাড়ুইয়ে শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন এবং পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা গ্রহণের দাবিতে সভা করেন সুজন।

নিজস্ব সংবাদদাতা
বীরভূম শেষ আপডেট: ০৭ মে ২০২৩ ১৯:০৩
Share:
Advertisement

বীরভূমের সভায় দাঁড়িয়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সভায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘চড়াম চড়াম ঢাক বাজাত যারা, যারা পুলিশকে বলত বোম মারুন, যারা পুলিশের অফিসারকে বলত আধ ঘণ্টা সময় দিলাম বা ২ ঘণ্টা সময় দিলাম, না হলে আগুন জ্বালিয়ে দেব, তাঁরা শেষমেশ তিহাড় জেলে।’’ রবিবার বীরভূমের পাড়ুইয়ে শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন এবং পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা গ্রহণের দাবিতে সভা করেন সুজন। সভা থেকে পুলিশকেও নিশানা করেন সুজন। তিনি বলেন, ‘‘আমি যাব পুলিশের কাছে এ কথাটা বলতে যে, বাবু মনে রেখো, এটা ২০১৮ সাল নয়। মানুষের দেওয়া উর্দি ওটা, সরকারের দেওয়া, কারও বাপের পয়সায় কেনা উর্দি না। ওই উর্দিকে হয় সম্মান করতে হবে, না হলে মানুষ উর্দি খুলে গায়ে তৃণমূলের জামাটা পরিয়ে দেবে। তখন ঠেলা বুঝবে। কিন্তু আমরা চাই না সে রকম হোক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement