CPIM

‘ঘুষের চাকরি’ নিয়ে তৃণমূলকে তোপ, হাওড়ার হিংসা নিয়ে সেলিমের নিশানায় মমতা

সুদীপ্ত গুপ্তর মৃত্যুর এক দশক পার, এসএফআইয়ের সমাবেশে মমতাকে নিশানা সেলিম-সুজনের।

প্রতিবেদন: প্রচেতা এবং সৌরভ, সম্পাদনা: বিজন

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ২০:৪৭
Share:
Advertisement

ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর এক দশক পার। সুদীপ্তকে স্মরণ করে এসএফআইয়ের রাজ্য সদর দফতর দীনেশ মজুমদার ভবনের সামনে সভা করে তৃণমূল সরকারকে তোপ প্রতিকুর রহমান, সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধর, ময়ূখ বিশ্বাসদের। বাম ছাত্রযুবদের সভায় সামিল হয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। সম্প্রতি বাম আমলের ফাইল খোলা নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন শাসক দলের সুপ্রিমো। সেই কথা মনে করিয়ে দিয়ে রবিবারের সভায় পাল্টা ফাইল খোলার চ্যালেঞ্জ দিয়ে রাখলেন ছাত্রনেতা প্রতিকুর রহমান। সবুজ রঙের ফাইল হাতে ঝাঁঝালো বক্তব্যে প্রতিকুর বলেন, “৮ হাজার স্কুল বন্ধ হয়েছে। সেই সব স্কুলের নথি ফাইলবন্দি রয়েছে। তৃণমূলের যত নেতারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন সেই তালিকাও ফাইলবন্দি করা আছে।” সভা মঞ্চে দাঁড়িয়ে হাওড়ার ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মহম্মদ সেলিম। তাঁর প্রশ্ন, “হাওড়ায় তলোয়ার, ত্রিশূলের নাঙ্গা নাচ হল। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুলিশের শিথিলতা ছিল। প্রত্যেক বছরই হাওড়ার চওড়া বস্তিতে রাম নবমীর মিছিলে অশান্তি হয়েছে। সব তথ্য থাকা সত্ত্বেও পুলিশ মন্ত্রী কেন ব্যবস্থা নিলেন না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement