Mamata Banerjee

১৭৫তম বর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে বেথুন স্কুলকে ‘বঙ্গরত্ন’ সম্মান দিলেন মুখ্যমন্ত্রী

বেথুন কলেজিয়েট স্কুলের ১৭৫তম বর্ষ উপলক্ষে শিক্ষা দফতর নিশ্চয়ই কিছু ভাববে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ‘নির্দেশ’ মমতা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২৩ ১৮:১৯
Share:
Advertisement

বেথুন কলেজিয়েট স্কুলের ১৭৫তম বর্ষ উদ্‌যাপন উপলক্ষে নেতাজি ইন্ডোরে বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে শামিল হয়ে দেশের প্রথম সরকারি মহিলা স্কুল বেথুনকে ‘বঙ্গরত্ন’ পুরস্কার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন সাহেবের প্রতিষ্ঠিত বেথুন স্কুল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মেয়েদের ব্যাপ্তি না হলে সামাজিক পরিবর্তন সম্ভব নয়, আজ অনেকেই ভাবেন কিন্তু ১৭৫ বছর আগে নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার কথা ভাবা সহজ ছিল না। স্বাধীনতা আন্দোলন, নবজাগরণে অংশগ্রহণ করেছে বেথুন কলেজিয়েট স্কুল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement