উৎকর্ষ বাংলার পর্যালোচনা বৈঠকে প্রশাসনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আগামী ৩ মাসের মধ্যে পুলিশের সব শূন্য পদে নিয়োগ সম্পূর্ণ করতে হবে। ট্রেনিং সংক্রান্ত ‘অলসতা’ যেন নিয়োগ প্রক্রিয়াকে বিলম্বিত না করে, তার জন্য প্রশাসনকে মুখ্যমন্ত্রীর পরামর্শ, “৬ মাসের ট্রেনিংয়ের বদলে ৭ দিনের প্রশিক্ষণের পরই থানায় পাঠিয়ে দিন। সেখানে ফোর্স বাড়াতে থাকুন। এরপর ফিল্ড ট্রেনিং দিন। ২১ দিন ফিল্ডে কাজে লাগান।” শুধু পুলিশে নিয়োগই নয়, বৃহস্পতিবারের পর্যালোচনা বৈঠকে নার্সিং নিয়েও সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ‘স্কিল ডেভলপমেন্ট’-এ আরও জোর দেওয়ার কথা বলেছেন তিনি। করোনা পরবর্তী সময়ে বাংলায় কর্মরত অনেক নার্স নিজের রাজ্যে ফিরে গিয়েছেন। যার ফলে অনেক হাসপাতালেই নার্সের অভাব তৈরি হয়েছে। আগামী দিনে এই সমস্যা সমাধানে নার্সিং কলেজ তৈরি এবং অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর কথায়, “স্যালাইন দেওয়া, অক্সিজেন দেওয়া, ইঞ্জেকশন দেওয়া, ওষুধ ঠিকমতো দেওয়া— এই কাজগুলোর জন্য ১৫ দিনের ট্রেনিং যথেষ্ট। জুনিয়র নার্সরা তো অপারেশন করবেন না।”