প্রতিবেদন: তীর্থঙ্কর
সারাদিন পরিশ্রমের পরও নুন আনতে পান্তা ফুরোচ্ছে। ‘ব্লক’ করে দেওয়া হচ্ছে আইডি। যার ফলে ভাড়া তুলতে পারছেন না চালকরা। তার উপর ২০ শতাংশের জায়গায় ৩০ শতাংশ বা তারও বেশি কমিশন নেওয়ার অভিযোগ। অবিলম্বে সমস্যার সমাধান চেয়ে রাসবিহারীতে অ্যাপ ক্যাব পরিষেবা দেওয়া সংস্থার অফিসের সামনে বিক্ষোভ বাম শ্রমিক সংগঠন সিটু-র। ওলা, উবরের জুলুমের প্রতিবাদে রাস্তায় বসে নুন-ভাত খেলেন বিক্ষোভকারীরা।