প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: বিজন
৬ দফা দাবিকে সামনে রেখে পথে প্রতিবাদে রাজ্যের চুক্তিভিত্তিক আশাকর্মীরা। সাড়ে ৪ হাজার টাকার মাসিক ভাতা বৃদ্ধি করে মাসিক বেতন ২১ হাজার টাকা করতে হবে, দিতে হবে অবসর পরবর্তী সময়ে এককালীন ৫ লক্ষ টাকা। বাড়াতে হবে চাকরিতে অবসরের সময়সীমাও (৬৫)। এমনই একাধিক দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযানে সামিল হলেন রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক পৌর স্বাস্থ্যকর্মী। আন্দোলনকারীদের অভিযোগ, যে পরিমাণ পরিশ্রম তাঁদের করতে হয়, সেই তুলনায় পারিশ্রমিক নিতান্তই কম। এমনকি সরকারি কাজ করলেও কোনও রকম সরকারি সহায়তা তাঁরা পান না। এ দিনের অন্দোলন কর্মসূচিতে নিজেদের সরকারি চাকরিজীবীর পদমর্যাদার দাবিও জানিয়েছেন শহরাঞ্চলের আশাকর্মীরা।