সারা ক্ষণ রোগ রোগ বাতিক! কোনও রোগের কথা পড়লেও আমাদের মনে হতে থাকে, এই বুঝি আমারও হল। শরীর সামান্য বেগতিক হলেই বার বার চিকিৎসকের কাছে দৌড়নো। চিকিৎসক হয়তো জানিয়েছেন, ভয়ের তেমন কিছুই নেই, তবুও মন যেন মানতে চায় না। বার বার মনে হয় বোধহয় কোনও বড় অসুখ শরীরে বাসা বাঁধছে, কিন্তু ধরা পড়ছে না। রোগ নিয়ে বাতিক জেনেও ভয় কাটতে চায় না কারও কারও। এ সব নিয়েই সোমবার আনন্দবাজার অনলাইনের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আলোচনায় বসলেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। ‘কী করে বলব? সঙ্গে অনুত্তমা’ শীর্ষক অনুষ্ঠানের এ সপ্তাহের বিষয় ছিল ‘রোগভীতি’।