Abhishek Banerjee

‘৮০,০০০ গুণ সম্পত্তি বৃদ্ধি, জয় শাহ কেন গ্রেফতার নয়’, বীরভূমে প্রশ্ন অভিষেকের

তৃণমূল হাই কোয়ালিটি ডিভিডি। ভিসিআরে চালালে দেখতে পাবেন, শুনতেও পাবেন। যা বলে তা করে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

আনন্দবাজার অনলাইন ডেস্ক
বীরভূম শেষ আপডেট: ১০ মে ২০২৩ ১৯:৪৯
Share:
Advertisement

অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের গ্রেফতারি নিয়ে ইডি, সিবিআইকে নিশানা। বীরভূমে ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচি থেকে অভিষেকের প্রশ্ন, “ইডি বলেছে, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের দেড়শো গুণ সম্পত্তি বেড়েছে, তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহকে আমার প্রশ্ন, জয় শাহের সম্পত্তি ৮০,০০০ গুণ বৃদ্ধির পরও তাঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না।” অভিষেকের অভিযোগ, ইডি, সিবিআই ‘পক্ষপাতদুষ্ট’। তাঁর বক্তব্য, জয় শাহ বিজেপি করেন বলেই কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এ দিন বীরভূমে সভা করার আগে চিঠিতে জলের সমস্যার অভিযোগ পেয়েছেন অভিষেক। মঞ্চ থেকেই তাঁর প্রতিশ্রুতি, বীরভূমের ১৭টি ব্লকে সাত দিনের মধ্যে টিউবওয়েল বসিয়ে দেওয়া হবে। আগামী তিন মাসের মধ্যে পাকাপাকি ভাবে জলের সমস্যা সমাধান করে দেবেন বলেও আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুব্রতহীন বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “তৃণমূল হাই কোয়ালিটি ডিভিডি, ভিসিআরে চালালে দেখতে পাবেন, শুনতেও পাবেন। যা বলে তা করে। বিজেপি ভাঙা অডিয়ো ক্যাসেট। শুধু শুনতে পাবেন, দেখতে পাবেন না। কথা দিয়ে কথা রাখে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement