Bandhavgarh National Park
কানহা জাতীয় উদ্যান থেকে বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে এল উনিশটি বল্গা হরিণ
বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে আনা ১৯টি বল্গা হরিণের মধ্যে ১১টি পুরুষ ও ৮টি নারী।
সংবাদ সংস্থা
কলকাতা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৩ ১৩:৪৫
কানহা জাতীয় উদ্যান থেকে বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে এল উনিশটি বল্গা হরিণের প্রথম দল। ১১টি পুরুষ ও ৮টি নারী হরিণের এই দলটিকে রাখা হয়েছে। এর আগে বান্ধবগড়ে কোন বল্গা হরিণ ছিল না। এই প্রথম দলটির পরে আরও হরিণ আনা হবে বলে মনে করছেন কর্তৃপক্ষ।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)