প্রতিবেদন: বৃষ্টি, চিত্রগ্রহণ: সুমন, সম্পাদনা: ঋতুপর্ণা
আলিপুর চিড়িয়াখানায়, ‘বিশ্ব হাতি দিবস’-এ আনুষ্ঠানিক ভাবে ‘মিতিন মাসি’ ছবির পোস্টার লঞ্চ হল। ম্যাকাও, হাতি, সিংহ, জিরাফের মাঝে যেন নিজের ছোটবেলা ফিরে পেলেন কোয়েল। পাশাপাশি ছবির পরিচালক অরিন্দম শীল এবং সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষের গলায় বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা উঠে এল। সামঞ্জস্য ছিল তাঁদের পোশাকেও। অরিন্দম শীলের জামা জুড়ে ছোট ছোট হাতির প্রিন্ট। হালকা সবুজ রঙের শাড়িতে মোহময়ী কোয়েল মল্লিক। “মিতিন মাসি মানেই রহস্য রোমাঞ্চ, তার সঙ্গে জঙ্গল এবং বন্যপ্রাণকে জড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি,” বললেন পরিচালক অরিন্দম শীল। “এই ছবিতে ‘মিতিন’ বলেছে, বুদ্ধিমান না হলে তোমাকে বিয়ে করতাম না,” বললেন শুভ্রজিৎ দত্ত। ছবিতে ‘পার্থ’-র চরিত্রে অভিনয় করেছেন তিনি। চিড়িয়াখানা, ছবির প্রেক্ষাপট নিয়ে কী বললেন ছবির কুশীলবরা?