Kaushik and Chiranjeet on Jadavpur University Death News
যাদবপুরকাণ্ডে সরব কৌশিক ও চিরঞ্জিৎ! র্যাগিংয়ের সমালোচনায় দুই অভিনেতা
“ওরিয়েন্টেশন প্রোগ্রামে সকলের আলাপ করার কথা। তা না করে সেখানে অত্যাচার করা হচ্ছে” বললেন যাদবপুরের প্রাক্তনী, অভিনেতা তথা তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। “মস্তিষ্কের সুস্থতার প্রয়োজন,” বললেন কৌশিক সেন।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৩ ২৩:০৩
পড়ুয়া থেকে সমাজকর্মী, রাজনীতিবিদ প্রায় প্রত্যেকেই প্রতিবাদে অংশ নিয়েছেন নিজেদের মতো করে। যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে অভিনেতা কৌশিক সেন এবং চিরঞ্জিৎ চক্রবর্তীর প্রতিক্রিয়া কী? খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)