গত বছরেই ষাট পেরিয়েছেন দিলীপ। তাঁর বিয়ের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকে সমাজমাধ্যম আলোড়িত। সমাজ এবং রাজনীতির আঙিনাতেও সেই আলোড়নের আঁচ লেগেছে। আলোচনা চলছে তাঁর আগামী জীবন নিয়ে। সমাজমাধ্যমে বহু মানুষ রসিকতাও করছেন। দিলীপ নিজে অবশ্য তাতে খুব একটা পাত্তা দিচ্ছেন না। তিনি আছেন তাঁর নিজের মেজাজেই।