২২ জানুয়ারি রামের ঘরে ফেরার পর থেকে রামনবমী পর্যন্ত সেখানে ভক্ত সমাগমের যে ছবি দেখা গিয়েছিল, সেই চিত্রটা এ বার একটু আলাদা। প্রচলিত ধারণা অনুযায়ী, অযোধ্যায় রাম দর্শনের আগে ভক্তেরা বজরঙ্গবলীর মন্দির দর্শন করতে যান। কিন্তু আপাতত সেই পথ কিছুদিনের জন্য বন্ধ। অযোধ্যার হনুমানগড়ি মন্দির এখন ভক্তশূন্য। চলছে সংস্কারের কাজ। ভক্তদের অপেক্ষা করতে হবে ১০ জুলাই পর্যন্ত। মন্দির পরিসরের প্রবেশ পথের কাজ অব্যাহত থাকায় ১০ জুলাই পর্যন্ত মন্দির প্রাঙ্গণ সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মন্দির পরিচালনা কমিটি। ভক্তদের ব্যাপক সমাগম এবং দর্শন প্রক্রিয়াকে প্রসস্থ করতেই এই পদক্ষেপ। পরবর্তী নির্দেশ না মেলা পর্যন্ত ভিআইপি প্রবেশ বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে।