প্রতিবেদন: স্রবন্তী, চিত্রগ্রহণ ও সম্পাদনা: ঋতুরাজ
আনন্দবাজার অনলাইনের জন্য 'হামি২' দেখতে এলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ছবির নির্মাণ, গান, আবহ ঘিরে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছ থেকে যা প্রত্যাশিত ছিল তাই হয়েছে বলে তিনি জানালেন। প্রযোজক-পরিচালককের বিষয় নির্বাচনকে গুরুত্ব দিয়েই তিনি বললেন, এ ছবি দেখতে দেখতে শকুন্তলা দেবীর কথা মনে হচ্ছে। নন্দিতা-শিবপ্রসাদের এই ছবি যেমন ছোটদের ঠিক তেমনই এই ছবি সব অভিভাবকদের 'পেরেন্টিং' বিষয়ে নতুন করে ভাবতে শেখাবে, সে বিষয়ে তিনি নিশ্চিত। শিবপ্রসাদ এবং তিন শিশু শিল্পীর অভিনয় নজরকাড়া বলে তাঁর মনে হয়েছে। তাঁর ভাল লেগেছে ছবির প্রতিটি গান। বললেন, "দর্শকের ছবি ভাল লাগবে। যদিও ছবিটি একটু দীর্ঘ"।