তাড়াহুড়ো করে স্বামীর সঙ্গে চলন্ত ট্রেনের কামরায় উঠতে গিয়ে প্ল্যাটফর্মে পা পিছলে পড়ে গেলেন এক বৃদ্ধা যাত্রী। সে সময় ট্রেন এবং প্ল্যাটফর্মের ফাঁকে গড়িয়ে পড়ে যাওয়ার ঝুঁকিও ছিল তাঁর। তবে আরপিএফের ‘মেরি সহেলি’ দলের এক মহিলা কনস্টেবলের তৎপরতায় প্রাণে বাঁচলেন ওই বৃদ্ধা। রেল সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ২টো ২০ মিনিট নাগাদ মালদহ স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ওই এক্সপ্রেসের ১৩১৭৫ নম্বর ট্রেনটি ধীর গতিতে প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার সময় তাড়াহুড়ো করে তাতে উঠতে যান এক বৃদ্ধ দম্পতি। তবে হঠাৎই প্ল্যাটফর্মে পা পিছলে পড়ে যান বৃদ্ধা। চলন্ত ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝের অংশের ফাঁক হলে রেললাইনে পড়ে যেতে পারতেন তিনি। তবে তা হয়নি। সে সময় প্ল্যাটফর্মে ডিউটি করছিলেন ‘মেরি সহেলি’ দলের কনস্টেবল সুলতা মণ্ডল। মোক্ষম সময় এক যাত্রীর সহযোগিতায় ওই বৃদ্ধাকে টেনে তোলেন তিনি। পরে ওই বৃদ্ধ দম্পতিকে ট্রেনে ওঠানোর ব্যবস্থা করা হয়।