প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
প্রজাতন্ত্র দিবসে ধর্নামঞ্চে বসার অনুমতি নেই। তাই পুজোর আগের দিনই সরস্বতী পুজো করলেন চাকরিপ্রার্থীদের একাংশ। গান্ধীমূর্তির পাদদেশে এসএলএসটি চাকরিপ্রার্থীরা তাঁদের ধর্নামঞ্চে সরস্বতী পুজোর মাধ্যমে প্রতিবাদে সামিল হন। সরস্বতী সাজানো হয় এক চাকরিপ্রার্থীর চার বছরের মেয়েকে। মেয়েটির মা তথা আন্দোলনকারী জানান, মায়ের সঙ্গে রোজই ধর্নামঞ্চে আসে শিশুটি। প্রতিদিনের প্রতিবাদে মায়ের সঙ্গে সামিল হতে হতেই সেও শিখে গেছে প্রতিবাদের ভাষা।