জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে একের পর এক শিরস্ত্রাণ। কাছে গিয়ে দেখা যাচ্ছে, সেগুলি কোনও সাধারণ হেলমেট নয়, যুদ্ধে ব্যবহারযোগ্য শিরস্ত্রাণ। কোথা থেকে এল এমন শিরস্ত্রাণ? কারাই বা ফেলে গেল? রবিবার এ নিয়ে শোরগোল পশ্চিম বর্ধমান জেলার পানাগড় মোড়গ্রাম এলাকায়। কাঁকসা থানার ২ নং ব্লকের কাছে রাজ্য সড়কের ধারে পড়ে থাকা ওই শিরস্ত্রাণগুলি উদ্ধার করতে যান পুলিশ এবং রাজ্য বন দফতরের কর্মীরা।