এই ১১ নম্বর টানেলটি ৩.২ কিলোমিটার দীর্ঘ। কালিম্পং জেলার তারখোলায় রয়েছে। বাকি সুড়ঙ্গের দৈর্ঘ্য ৬০০ মিটার থেকে দেড় কিলোমিটার৷ দীর্ঘতম এই সুড়ঙ্গ তৈরি হতে সময় লেগেছে প্রায় আড়াই বছর। সুড়ঙ্গ উদ্বোধনের অনুষ্ঠানে ছিলেন আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) ডিকে সিংহ, কালিম্পঙের জেলাশাসক আর বিমলা। ডিআরএম সিংহ জানিয়েছেন, সুড়ঙ্গের মোট দৈর্ঘ্য ৩৯ কিলোমিটার। তার মধ্যে ২৬ কিলোমিটার সুড়ঙ্গের কাজ শেষ হয়ে গিয়েছে। তিনি আশাবাদী, ২০২৪ সালের সব ক’টি সুড়ঙ্গ চালু হয়ে যাবে।