Rangpo railway

সেবক থেকে রংপো যাওয়ার পথে দীর্ঘতম সুড়ঙ্গের নির্মাণ শেষ

সেবক থেকে রংপোয় ট্রেন চলাচলের জন্য ১৪টি সুড়ঙ্গ তৈরি হচ্ছে। তার মধ্যে দীর্ঘতম সুড়ঙ্গের কাজ শেষ হল।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ২১:১৯
Share:
Advertisement

এই ১১ নম্বর টানেলটি ৩.২ কিলোমিটার দীর্ঘ। কালিম্পং জেলার তারখোলায় রয়েছে। বাকি সুড়ঙ্গের দৈর্ঘ্য ৬০০ মিটার থেকে দেড় কিলোমিটার৷ দীর্ঘতম এই সুড়ঙ্গ তৈরি হতে সময় লেগেছে প্রায় আড়াই বছর। সুড়ঙ্গ উদ্বোধনের অনুষ্ঠানে ছিলেন আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) ডিকে সিংহ, কালিম্পঙের জেলাশাসক আর বিমলা। ডিআরএম সিংহ জানিয়েছেন, সুড়ঙ্গের মোট দৈর্ঘ্য ৩৯ কিলোমিটার। তার মধ্যে ২৬ কিলোমিটার সুড়ঙ্গের কাজ শেষ হয়ে গিয়েছে। তিনি আশাবাদী, ২০২৪ সালের সব ক’টি সুড়ঙ্গ চালু হয়ে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement