Paayel Sarkar

মঞ্চ থেকে ছবিতে, ‘বড়বাবু’ শিশির কুমার ভাদুড়ির বড়পর্দায় আত্মপ্রকাশ

শিশির কুমার ভাদুড়ির জীবনী অবলম্বনে ‘বড়বাবু’, রেশমি মিত্রর হাত ধরে বাংলা ছবির চোখ বাংলা থিয়েটারের ইতিহাসে।

প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ ও সম্পাদনা: ঋতুরাজ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ২১:২৭
Share:
Advertisement

শিশির কুমার ভাদুড়ির জীবন অবলম্বনে নির্মিত হচ্ছে রেশমি মিত্রর পরবর্তী ছবি ‘বড়বাবু’। ঐতিহাসিক মিনার্ভা থিয়েটারে মঙ্গলবার দুপুরে দেখা গেল ইতিহাসকে জীবন্ত হতে। শিশির কুমার ভাদুড়ির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুজন মুখোপাধ্যায়কে। থাকছেন সুদীপ্তা চক্রবর্তী ও পায়েল সরকার যথাক্রমে প্রভাদেবী ও কঙ্কাবতীর চরিত্রে। বাংলা থিয়েটারে শিশির ভাদুড়ির অবদান, তৎকালীন থিয়েটারে ইতিহাসের সঙ্গে এই ছবিতে উঠে আসবে শিশির ভাদুড়ির জীবনের বর্ণময় দিকগুলি। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ। কয়েকটি রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে থাকছে শিশির ভাদুড়ির সময়কার একটি নাটকের গান। গেয়েছেন ইমন চক্রবর্তী। আজকের প্রজন্মের কাছে বাংলা থিয়েটারে শিশির কুমার ভাদুড়ির প্রভাব ও তার ইতিহাসকে তুলে ধরতে আশাবাদী ‘বড়বাবু’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement