এ যেন রূপকথা। ২০১১ সালের ২ রা সেপ্টেম্বর যুব ভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ফুটবল ম্যাচ হয়েছিল। ভারতে ফিফা অনুমোদিত প্রথম আন্তর্জাতিক চ্যারিটি ফুটবল ম্যাচ ছিল সেটি।সেই খেলায় সহকারী রেফারি ছিলেন হুগলির বিপ্লব পোদ্দার। আর্জেন্টিনা ভেনেজুয়েলা ম্যাচ খেলানোর সুযোগ পেয়ে আপ্লুত হয়ে যান বিপ্লব। কারণ সেই ম্যাচে মেসি খেলেছিলেন। মেসির পায়ের জাদুতে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জিততে চলেছে বলে মনে করছেন শ্রীরামপুরের বিপ্লব।একটা সময় শ্রীরামপুর টিন বাজারে মাছ বিক্রি করতেন বিপ্লব। স্কুলে ফুটবল খেলেছেন।তাঁর জন্য মাহেশ হাইস্কুল চ্যাম্পিয়ন হয় স্কুল ফুটবলে। স্থানীয় ক্লাবেও ফুটবল খেলেছেন।পরে জয়ন্ত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রেফারি হন। কলকাতা লিগ, আইএসএল থেকে সন্তোষ ট্রফি, বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচও খেলিয়েছেন।