rajkumar rao

ভাগ্যবান পুরুষের বাঙালি বৌ হয়, যেমন অমিতাভ বচ্চন: রাজকুমার রাও

‘‘অমিতাভ বচ্চনের মতোই আমি এখন বাংলার জামাই’’

প্রতিবেদন: স্রবন্তী , চিত্রগ্রহণ ও সম্পাদনা: ঋতুরাজ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২২ ১৪:১০
Share:
Advertisement

সিনেমা ক্রিকেট আর ফ্যাশন, কলকাতার আসন্ন শীতে মিলেমিশে একাকার। ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, অভিনেতা রাজকুমার রাও এবং তাঁর স্ত্রী পত্রলেখা র‌্যাম্পে হাঁটলেন শান্তনু-নিখিলের পোশাক পরে। এই প্রথম রাজকুমার আর পত্রলেখার একসঙ্গে র‌্যাম্পে হাঁটা। আনন্দবাজার অনলাইনের নাম শুনেই রাজকুমার বললেন, ‘‘আমি কিন্তু বাংলা বুঝি এবং বাংলায় কথা বলতে পারি। হাজার হোক আমি বাংলার জামাই! আমার বৌ পত্রলেখা সব শিখিয়ে দিচ্ছে।’’ দুজনের মুখেই তখন সুখী দাম্পত্যের আলো। শান্তনু-নিখিলের তৈরি শর্ট ঘিয়েরঙা ফ্রেঞ্চ কোট পরে খোশমেজাজে অভিনেতা। ভেতর থেকে লাল সোয়েটার উঁকি মারছে। ওই লাল রং যেন তাঁদের প্রেমকেই তুলে ধরছে। টিউনিক ধাঁচের নীল-সাদা ড্রেপিং-এ উজ্জ্বল পত্রলেখাকে পাশে নিয়ে 'বাধাই দো'-র অভিনেতা বললেন,‘‘ আমি চাইব সব পুরুষের যেন বাঙালি বৌ হয়। আমার বাড়িতে পত্রলেখা স্বয়ং মা দুর্গা হয়ে এসেছে। দেখুন অমিতাভ বচ্চনেরও কিন্তু বাঙালি বৌ।’’ রাজকুমারের কথায় পত্রলেখার মুখে আলতো লজ্জা। প্রশংসার পাশাপাশি যখন সমালোচনা বা ট্রোলিং-এর শিকার হন? পত্রলেখার চটজলদি জবাব, ‘‘ উপভোগ করি।’’ রাজকুমার বললেন, ‘‘কোনটা সমালোচনা আর কোনটা নোংরামি, আমি বুঝতে পারি। এড়িয়ে চলি।’’ তাঁর ঠিক পাশে সাদা আর কমলার মিশেলে জ্যাকেট আর ট্র্যাক প্যান্টে হরমনপ্রীত কৌর। কোনও দিন অভিনয়ের কথা ভেবেছেন? ‘‘না বোধ হয়। আমি হয়তো পারব না। আমি চাই আরও মেয়েরা ক্রিকেট খেলায় আসুক। এটাই আমার ক্ষেত্র।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement