বক্স অফিসে তোলপাড়। সমাজমাধ্যমে তর্ক-বিতর্ক। চর্চায় ভিকি কৌশল অভিনীত ‘ছাওয়া’। শিবাজীর জ্যেষ্ঠপুত্র সম্ভাজী এই সিনেমার প্রোটাগনিস্ট। মূল চরিত্র। সিনেমাকে ঘিরে উন্মাদনা এমনই যে কেউ ঘোড়ায় চেপে সিনেমা দেখতে আসছেন, কেউ প্রিয় নায়কের কষ্ট সহ্য করতে না পেরে প্রেক্ষাগৃহের পর্দা ছিঁড়ে ফেলছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েছেন এই সিনেমা দেখে। তবে ইতিহাসের পাতায় সম্ভাজীর চরিত্রকে নিয়ে রয়েছে বহু বিতর্ক। ছবিতে যার উল্লেখ নেই। তা নিয়েই প্রশ্ন তুলছেন ইতিহাসবিদেরা।