মধ্যবিত্তের হেঁশেলে আগুন। মূল্যবৃদ্ধির কারণে রীতিমতো হাঁসফাঁস অবস্থা। আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। পেঁয়াজ কেজি দরে ৫০ টাকা। বেগুনের দাম শুনে চোখ ছানাবড়া হওয়ার জোগাড় ক্রেতাদের। কেন এত চড়া সব্জির দাম? কোথায় কোন সব্জি বিকোচ্ছে কত টাকায়? দামের ঠেলায় কি রান্নাঘরে মেনু বদল করতে হচ্ছে? উত্তর থেকে দক্ষিণ, কলকাতার বাজারগুলোয় ঢুঁ মারল আনন্দবাজার অনলাইন।