আদালতের নির্দেশের পরেও নিয়োগে কেন বিলম্ব? দুর্গা পুজোর আগে নিয়োগ চেয়ে করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশনের সামনে বিক্ষোভ ‘আপার প্রাইমারি’ চাকরিপ্রার্থীদের। গত ২৮ অগস্ট কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ একটি রায়ে রাজ্যকে ‘আপার প্রাইমারি’তে ১৪ হাজার ৫২ জনের নিয়োগের কথা বলে। রাজ্যের শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি ছিল, আইনি জট কেটে গেলে ৭ দিনের মধ্যেই শুরু হবে নিয়োগ। আদালতের নির্দেশের পর কেটে গিয়েছে ১৫ দিন, কেন এখনও নিয়োগের প্রক্রিয়া শুরু হল না, প্রশ্ন আন্দোলনকারীদের। তাঁদের দাবি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সাংবাদিক বৈঠক করে নিয়োগের বিষয় সম্পর্কে জানাতে হবে এবং শিক্ষামন্ত্রীকে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করতে দিতে হবে। চাকরিপ্রার্থীদের সাফ কথা, ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের কাউন্সেলিং করে পুজোর আগেই নিয়োগ দিতে হবে। আর এই প্রক্রিয়ার সঙ্গেই নভেম্বরের মধ্যে শেষ করতে হবে ১৪ হাজার ৫২ জন প্রার্থীর নিয়োগ।