ইউনিসেফ-এর সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, শুধু দরিদ্র শিশুরাই যে অপুষ্টিতে ভুগছে, তা নয়—শহুরে, স্বচ্ছল, মধ্যবিত্ত পরিবারের সন্তানরা, যাদের বয়স পাঁচ বছরও নয়, তারাও অপুষ্টির শিকার। বিশ্বের অধিকাংশ শিশুই এমন কিছু খেয়ে পেট ভরায়, যার খাদ্যগুণ প্রায় নেই। ‘চাইল্ড ফুড পভার্টি’ শীর্ষক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিশ্বের ১৮১ মিলিয়ন বা ১৮.১ কোটি শিশু যাদের বয়স ৫ বছরের কম, তারা সঠিক পুষ্টি পায় না। তার মধ্যে ৫৪ শতাংশই মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারের সদস্য। কারণ জানালেন পুষ্টিবিদেরা।