চলন্ত ট্রেনের কামরায় দৌড়ে উঠতে গিয়ে ঘটল বিপত্তি। পা পিছলে ট্রেনের কামরা এবং প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে গেলেন এক যাত্রী। তবে সিআরপিফ দুই আধিকারিকের তৎপরতায় প্রাণে বাঁচলেন তিনি। সোমবার হাওড়ায় স্টেশনের এই ঘটনার গোটাটাই সিসিটিভি ক্যামেরাবন্দি হয়েছে।
সিআরপিএফ সূত্রে খবর, সোমবার হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ১৮ নম্বর প্লাটফর্মে ওই বিপত্তি ঘটে। বিকেল ৪টে ৫০ মিনিট নাগাদ হাওড়ার আপ লাইনে পুরুলিয়া এক্সপ্রেস ছাড়ার সময় দৌড়ে এসে ট্রেনে উঠতে যান এক যাত্রী। তবে শেষ মুহূর্তে দেহের ভারসাম্য হারিয়ে প্ল্যাটফর্ম এবং ট্রেনের ফাঁকে পড়ে যান তিনি। সে সময় প্ল্যাটফর্মে ডিউটি করছিলেন রেলপুলিশের এসআইএ কে আকেলা এবং একে যাদব। ওই যাত্রীকে পড়ে যেতে দেখে ছুটে আসেন তাঁরা। এর পর প্রাণের ঝুঁকি নিয়ে ওই যাত্রীকে উদ্ধার করেন।