এখনও থিয়েটারের স্বপ্ন নিয়ে বাঁচেন এ রাজ্যের বহু যুবক-যুবতী। রিহার্সাল শেষ হতে হতে রাত বাড়ে। শোয়ের শেষে সেট-পোশাক সব গোছগাছ করে ফিরতে ফিরতে মাঝরাত পার হয়ে যাওয়াটাও দস্তুর। আরজি কর-কাণ্ডের পর খোদ রাজ্য সরকার যখন বলছে, যথা সম্ভব রাতের শিফট থেকে অব্যাহতি দেওয়া হোক মেয়েদের, তখন কী বলছেন এক নাটকপাগল মেয়ে? মঞ্চ এবং রুপোলি পর্দার চেনা মুখ তূর্ণা দাস ভাগ করে নিলেন তাঁর নাটকজীবনের রাতের গল্প। তূর্ণার মেয়ের এখন ৬ বছর বয়স। তাঁর প্রশ্ন, “আমার ছাপোষা মধ্যবিত্ত বাবা ১০টার মধ্যে আমাকে বাড়ি ফিরে আসতে বলতেন, আমি আমার মেয়েকে ক’টায় ফিরতে বলব?”