Flower Price Hike

অষ্টমীতে ফুলের চাহিদা তুঙ্গে, পাইকারি বাজারে ৩০ টাকায় বিকোচ্ছে একটি পদ্মফুল

তাপপ্রবাহ ও নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, হাওড়া, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ফুলের চাষ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চাষিরা। সেই কারণেই দাম বেড়েছে বলে ধারণা ফুলচাষিদের।

প্রতিবেদন, চিত্রগ্রহণ ও সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ০৯:৪৬
Share:
Advertisement

অষ্টমীতে পদ্মফুলের চাহিদা সব থেকে বেশি থাকে। ফুলচাষিরা জানাচ্ছেন, অষ্টমীর জন্য কলকাতা-সহ রাজ্যের জেলাগুলি থেকে প্রতি বছর অন্তত এক কোটি পদ্মের বরাত আসে। প্রথমে তাপপ্রবাহ, তারপরে অত্যধিক বৃষ্টির কারণে এ বছর ফুলের চাষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। উপযুক্ত পরিকাঠামো না থাকায় ফুল সংরক্ষণও যথাযথ হয়নি। সব মিলিয়ে ফুলের দাম এতটা বেড়ে গেছে বলে জানিয়েছেন ফুলচাষিরা। কলকাতা-সহ বহু জায়গায় পাইকারি বাজারে প্রতিটি পদ্মফুল ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। পাল্লা দিয়ে বেড়েছে রজনীগন্ধা, বেল, জুঁই, লাল গাঁদা ও হলুদ গাঁদার দামও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement