রাত পেরোলেই শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন। স্পর্শকাতর বুথগুলির মধ্যে অন্যতম মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া। ভারত-বাংলাদেশ সীমান্তের নিকরগছ, গোয়ালগছ, জাকিরগছ, ফকিরগছ, চুনিয়াটুল গ্রাম। এই পাঁচটি গ্রাম সীমান্তের একেবারে লাগোয়া অঞ্চল। সীমান্তের এই পাঁচ গ্রামের ভোট হবে নিকরগছ প্রাথমিক বিদ্যালয়ে।
শিলিগুড়ি মহকুমা পরিষদের মাটিগাড়া ও ফাঁসিদেওয়াতেই স্পর্শকাতর বুথের সংখ্যা সব থেকে বেশি। দু’টি ব্লক মিলিয়ে স্পর্শকাতর বুথের সংখ্যা ৭৯। যার মধ্যে সবথেকে বেশি ফাঁসিদেওয়া ব্লকে।