গর্জন করে প্রকাশ্যে ‘লিয়ো’, বিজয়ের কাণ্ড দেখে হইচই নেটপাড়ায়
চলতি মাসেই মুক্তি পাবে দক্ষিণী বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় তারকা থলপতি বিজয়ের আগামী ছবি ‘লিয়ো’। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির প্রচার ঝলক।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৩ ১৯:২৮
Share:
Advertisement
মুক্তি পেল দক্ষিণী বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় তারকা থলপতি বিজয়ের আগামী ছবি ‘লিয়ো’-র প্রচার ঝলক। লোকেশ কনগরাজ পরিচালিত এই ছবিতে দেখা মিলেছে সঞ্জয় দত্তের।