প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: অসীম
বঙ্গে বর্ষা ঢুকেছে দেরিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করা নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে চলছে বৃষ্টি। আগামী দুই-তিন দিন একই আবহাওয়া থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে সঙ্গে বাড়বে তাপমাত্রা। আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা, পূর্বাভাস মৌসম ভবনের। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।