মঙ্গলবার নবান্নে সব্জির অস্বাভাবিক মৃল্যবৃদ্ধি নিয়ে অসন্তোষ ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দেশ দেন, যেন প্রতিটি বাজারে গিয়ে দামবৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করে টাস্ক ফোর্স। বুধবার থেকেই বাজার-অভিযান শুরু করে টাস্ক ফোর্স। সেই অভিযান চলেছে বৃহস্পতিবারেও। টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলের দাবি, নজরদারি শুরুর পরেই দাম কমতে শুরু করেছে। যদিও তা মানতে নারাজ ক্রেতাদের একটি অংশ। তাঁদের দাবি, দাম কমেনি। তবে অনেকেরই দাবি, কেজিতে এক টাকা-দু’টাকা হলেও দাম কমছে। পাশাপাশিই তাঁদের আশঙ্কা, টাস্ক ফোর্সের নজরদারি বন্ধ হলে ফের দাম আকাশ ছোঁবে না তো?