ঔপনিবেশিকতার অবসান। আধুনিক ভারতে পাল্টে গেল ন্যায়বিচারের প্রতীক লেডি জাস্টিসের মূর্তি। খুলে দেওয়া হল চোখের কালো কাপড়। হাতে তলোয়ারের বদলে দেওয়া হয়েছে সংবিধান। গাউনের পরিবর্তে ভারতীয় পোশাক। কী এর তাৎপর্য, আলোচনায় দুঁদে আইনজীবী তথা সাংসদদ্বয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিকাশরঞ্জন ভট্টাচার্য।