স্কুলের ছাদে ড্রাগন চাষ করে তা খাচ্ছে পড়ুয়ারা। নিজের হাতে ফসল ফলাতে পেরে খুশি সকলেই। পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে নিয়মিত চলছে গাছের পরিচর্যাও। পড়ুয়াদের সাহায্য করছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। ড্রাগন ফল চাষের পদ্ধতি থেকে পরিচর্যার সমস্ত বিষয় পড়ুয়াদের শেখাচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। পড়ুয়াদের হাতেকলমে এই শিক্ষা চলছে মালদহের ইংরেজবাজার ব্লকের শোভানগর হাইস্কুলে। ড্রাগন ফল চাষের জন্য উৎসাহ দেওয়া হচ্ছে কৃষকদের। ওই স্কুলের কর্তৃপক্ষ এলাকার সাধারণ মানুষের মধ্যে ড্রাগন ফল চাষে আগ্রহ বাড়াতে এমন পরিকল্পনা নিয়েছিলেন। সেই উদ্দেশ্যেই স্কুলের মধ্যেই শুরু হয় ওই ফলের চাষ।