জুলাইয়ের শুরুতে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার কোটার দাবির বিরোধিতা করে শুরু হওয়া আন্দোলন প্রধানমন্ত্রীর একটি শব্দে উত্তাল হয়ে ওঠে। নিরস্ত্র ছাত্র আন্দোলনে গুলি চালায় সশস্ত্র পুলিশবাহিনী। ছাত্র আবু সইদের মৃত্যুতে কেঁপে ওঠে গোটা বাংলাদেশ। আগুন ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমেও। সেই আগুন কিছুটা স্তিমিত হওয়ার আগেই নতুন করে গুলি চলে শনিবার। রবিবারও সংঘর্ষে উত্তাল ঢাকা, শাহবাগ, মুন্সিগঞ্জ। গুলিতে মৃত ছাত্রদলের নেতা মেহেদি হাসান। বাংলাদেশে ফের বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।