প্রতিবেদন: রিঙ্কি ও প্রচেতা, সম্পাদনা: ঋতুপর্ণা
সোমবার এসএসসি মামলার রায় দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। চাকরির দাবিতে ১১৩৫ দিন ধরে গান্ধীমূর্তির পাদদেশে বসে রয়েছেন তাঁরা। এই রায়ের পর মানসিক ভাবে ভেঙে পড়েছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের মতে, চাকরির আশায় দীর্ঘ আট বছর ধরে লড়াই করছেন, এই রায়ের পর জানেন না কোথায় দাঁড়িয়ে তাঁরা! ইতিমধ্যে রায়গঞ্জের চাকুলিয়ার নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। একই সুর শোনা গেল এসএসসি চেয়ারম্যানের গলাতেও। রাজ্য ও আদালতের সংঘাতে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার।