Jr NTR duringJapan earthquake
‘যে ভয়াবহ ভূমিকম্পের মুখে পড়লাম তাতে…’ জাপান থেকে দেশে ফিরে কী বললেন জুনিয়র এনটিআর
সুনামি ও ভূমিকম্পের সময় জাপানেই ছিলেন দক্ষিণী তারকা। স্বাভাবিকভাবেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৪ ১৭:২১
বিপর্যয়ে জেরবার জাপান। পর পর
সুনামি ও ভূমিকম্প। ১ জানুয়ারি জাপানের একাধিক উপকূল
এলাকায় আছড়ে পড়ে সুনামি। স্থানীয় সময় অনুযায়ী বিকেল
৪টে ৬ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত, অর্থাৎ প্রায় দেড় ঘণ্টার মধ্যে ২০ বার ভূমিকম্প হয়।
এই পরিস্থিতিতে জাপানেই ছিলেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। নিরাপদে দেশে ফিরলেন সম্প্রতি।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)