প্রতিবেদন: সৌরভ ও বৃষ্টি, চিত্রগ্রহণ: সুমন, সম্পাদনা: ঋতুপর্ণা
‘আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো’ – রবীন্দ্রনাথের এই জনপ্রিয় গান একদা পাকিস্তানি ধারাবাহিকে শোনা গিয়েছিল। ধারাবাহিকের নাম ‘দিল কেয়া করে’। সে দিনের হইচই ফেলে দেওয়া এই গানের দৃশ্য আজও ঘুরছে সমাজমাধ্যমে। এখন প্রশ্ন হল, পাকিস্তানি ধারাবাহিক যদি রবীন্দ্রসঙ্গীতকে আহ্বান জানাতে পারে তা হলে বাংলা ধারাবাহিক নয় কেন? ঊষা উত্থুপ ও লোপামুদ্রা মিত্রকে প্রশ্ন করল আনন্দবাজার অনলাইন।