শান্তিনিকেতনের একজন গৃহবধূ, সংগীতশিল্পী হয়ে ওঠার স্বপ্ন নিয়ে অডিশন দিতে গিয়েছিলেন এক রিয়্যালিটি শো-এ। ঝুলিতে ছিল চারটি মাত্র গান। পৌষালি বন্দ্যোপাধ্যায়। ‘গুরু’ কালিকাপ্রসাদ ভট্টাচার্যের সান্নিধ্য পেয়ে লোকগান নিয়ে সেই পথ চলা শুরু তাঁর। এরই মধ্যে ২৯ ঘণ্টা টানা গান গেয়ে চর্চার কেন্দ্রে উঠে আসেন তিনি। আট থেকে আশি মেতে থাকেন তাঁর মাটির গানে। স্টেজ শো-র মূল মন্ত্র তাঁর কাছে মাটির কাছাকাছি থাকা।