Meghna Gulzar's New Movie
ভিকি অতীত, আগামী ছবির প্রধান চরিত্রে সিদ্ধার্থকে বেছে নিলেন মেঘনা গুলজ়ার?
আগামী ছবির তোড়জোড় নাকি শুরু করে দিয়েছেন মেঘনা গুলজ়ার। জোর গুঞ্জন, সেই ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রকে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৮
চলতি মাসেই মুক্তি পেয়েছে মেঘনা গুলজ়ার পরিচালিত ছবি ‘স্যাম বাহাদুর’। দেশের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ’র চরিত্রে দেখা গিয়েছে ভিকি কৌশলকে। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য না পেলেও ছবি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এই ছবি। শোনা যাচ্ছে, তাঁর আগামী ছবির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন মেঘনা। হাড় কাঁপানো সত্যি ঘটনা অবলম্বলে সেই ছবিতে প্রধান চরিত্রে না কি দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্রকে।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)