অনলাইন কেনাকাটায় কি ফুটপাথে সেলের সর্বনাশ? খোঁজ নিল আনন্দবাজার ডট কম
গরমে, ঘেমে-নেয়ে এখনও কি আম জনতা ফুটপাতে চৈত্র সেলে কেনাকাটা করেন? নাকি অনলাইন শপিংয়ে পাল্লা ভারি?
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৯:০২
Share:
Advertisement
চৈত্র সেল আর পুজোর বাজার এই ছিল মধ্যবিত্ত বাঙালির মূল কেনাকাটা। কিন্তু সময় বদলেছে। এখন সারা বছর জুড়ে কেনাকাটা চলতেই থাকে। তার ওপর অনলাইনে কেনাকাটা। সেলের বাজারে নতুন আমদানি সিজ়ন সেল। এসব হাল ফ্যাশনের সেলে চৈত্র সেল কি গুরুত্ব হারিয়েছে?