প্রতিবেদন: স্বরলিপি, চিত্রগ্রহণ: সুমন, সম্পাদনা: পৌলমী
৩১৩ নম্বর ঘরে ঘটে যাওয়া ঘটনাটা আজও নাড়া দেয় সায়ন্তনীর মনে! “স্বস্তিকাদি শুনলে মারবে আমাকে,” স্বস্তিকা মুখোপাধ্যায়কে কোন ভূতের তকমা দিলেন অভিনেত্রী? নিজের সঙ্গেই বা কোন ভূতের মিল দেখলেন? ভূত চতুর্দশীর আবহে আনন্দবাজার অনলাইনের সঙ্গে ভূতুড়ে আড্ডায় সায়ন্তনী।