সম্পাদনা: বিজন
১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমীর আগে হাতে রয়েছে আর মাত্র এক সপ্তাহ। স্বাভাবিক কারণেই চূড়ান্ত ব্যস্ততা কুমোরটুলিতে। মাটির কাজ প্রায় শেষ। রঙের কাজও সেরে ফেলেছেন অনেকে। কোথাও কোথাও চোখ আঁকাও হয়ে গিয়েছে। বাকি কাজ বলতে রয়েছে শাড়ি পরানো আর অঙ্গসজ্জা। সময়ে কাজ ‘ডেলিভারি’ দিতে দিনরাত কাজ করছেন সাজশিল্পীরাও। সরস্বতী পুজোর আগে কুমোরটুলি ঘুরে দেখল আনন্দবাজার অনলাইন।