প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: অসীম
ধানবাদের সরস্বতী দেবী নিজের জীবন সমর্পন করেছেন ঈশ্বর সাধনায়। রাম মন্দির প্রতিষ্ঠা হবে কিনা সে নিয়ে বিতর্কের মাঝেই মৌনব্রত ধারণ করেন তিনি। পণ করেন রাম মন্দির প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কথা বলবেন না। প্রথমে এই সিদ্ধান্ত নিয়ে পরিবারের বিরুদ্ধতা থাকলেও শেষ পর্যন্ত সরস্বতী দেবীর বিশ্বাসকেই মান্যতা দেয় পরিবার। ছেলে-বৌমার সঙ্গে অযোধ্যা এসেছেন সরস্বতী দেবী। ‘রামলালা’র দর্শনের পর কথা বলবেন। আরাধ্যকে দেখে ৩০ বছর পর মৌনতা ভেঙে বলবেন ‘সীতারাম’। আর ৩০ বছর বাদে মায়ের মুখের বুলি শোনার অধীর অপেক্ষায় প্রহর কাটাচ্ছেন সরস্বতী দেবীর ছেলে।