Sandeshkhali Violence

জনরোষ ‘সামলাতেই’ অজিত মাইতিকে গ্রেফতার! পদ দিয়েও ‘বিপদ’ বুঝে পাশ থেকে সরল দল

রবিবারেই অজিত মাইতিকে সাংগঠনিক দায়িত্ব দিয়েছিল শাসকদল। সোমবার অজিতকে গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে দলের পদ থেকেও সরানো হয় তাঁকে।

প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
সন্দেশখালি শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২২
Share:
Advertisement

সন্দেশখালির অভিযোগের আগুন ছড়িয়ে পড়েছে তার আশপাশের এলাকাগুলিতে। গত বৃহষ্পতিবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ঝুপখালি। পরেরদিন আগুন জ্বলে বেড়মজুরে। বেড়মজুরের স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। শাহজাহান শেখের ভাই সিরাজের ঘনিষ্ঠ বলে পরিচিত অজিত মাইতি। শনিবার নিজের এলাকাতেই ফের গ্রামবাসীদের তাড়া খান অজিত। প্রাণ বাঁচাতে তিনি স্থানীয় এক ব্যক্তির বাড়িতে ঢুকে পড়েন। ঢুকেই দরজায় তালা লাগিয়ে দেন। বাইরে তখন মারমুখী জনতা। নিজেকে চার ঘন্টা ওই বাড়িতে বন্দি করে রেখেছিলেন অজিত। অবশেষে পুলিশ এসে তাঁকে আটক করে। রবিবারেই তাঁকে সাংগঠনিক দায়িত্ব দিয়েছিল শাসকদল। সোমবার অজিতকে গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে দলের পদ থেকেও সরানো হয় তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement